ফিউচার ড্রীম আইটির শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা

ফিউচার ড্রীম আইটি কি?

ফিউচার ড্রীম আইটি (Future Dream IT.com) হচ্ছে একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত সকল সার্ভিস প্রদান করে ও বিভিন্ন বিষয়ে চাকরির ব্যাবস্থাও করে থাকে। এছাড়াও এই সাইটের মধ্যে নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হয়।

ফিউচার ড্রীম আইটির কপিরাইট নীতি

১. ফিউচার ড্রীম আইটির ওয়েব সাইটে প্রকাশিত সকল পোস্ট, কন্টেন্ট বা আর্টিকেলের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র ফিউচার ড্রীম আইটিরই আছে। যে কোন উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত সকল পোস্ট বা পেইজের কন্টেন্ট কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ক্ষেত্র বিশেষে কিছু পোস্ট বা পেইজের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ফিউচার ড্রীম আইটি ওয়েবসাইটের ডু-ফলো লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে ‌। 

২. ফিউচার ড্রীম আইটিতে প্রকাশিত সকল ব্লগপোস্ট বা আর্টিকেলে গুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাষা থেকে রিচার্স করে বা ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে মিলে যেতে পারে। যদি কখনও এমন হয় এবং মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে আর আপনি যদি চান যে সেটি অন্য কোন ভাষায় প্রকাশিত না হোক তাহলে সে বিষয়টি সরাসরি ফিউচার ড্রীম আইটির অ্যাডমিনকে অবহিত করুন। 

৩. আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রাইটার তাদের ব্লগ বা আর্টিকেল লিখে প্রকাশ করে থাকে। যদি কখনও কোন ব্লগ রাইটার আপনার প্রকাশিত আর্টিকেলটি হুবহু কপি করে ফিউচার ড্রীম আইটি ওয়েবসাইটে প্রকাশ করে ও যদি উপযুক্ত ক্রেডিট প্রকাশ না করে বা আপনি চাচ্ছেন আপনার প্রকাশিত কনটেন্ট বা আর্টিকেলের অংশ বিশেষও কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে সেই বিষয়টি সরাসরি ফিউচার ড্রীম আইটির অ্যাডমিনকে অবহিত করুন।

ফিউচার ড্রীম আইটির গোপনীয়তা নীতি

১. ফিউচার ড্রীম আইটির ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো সকল ইনফরমেশন যেমনঃ নাম, ই-মেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সবকিছু সুরক্ষিত রাখা হয় কিন্তু শতভাগ (১০০%) সুরক্ষার নিশ্চয়তা ফিউচার ড্রীম আইটি দেয় না কারণ যেকোন সময় ওয়েবসাইট প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে পারে।

২. ফিউচার ড্রীম আইটি বিজ্ঞাপন সরবরাহ করতে এবং ওয়েবসাইটে ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করে। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল এডসেন্স ও গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি। 

৩. এই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে কিছু কিছু কন্টেন্ট দেখার জন্য ফিউচার ড্রীম আইটির অ্যাডমিন এর সাথে যোগাযোগ করা আবশ্যক। 

ফিউচার ড্রীম আইটির কমেন্ট পলিসি 

১. ফিউচার ড্রীম আইটির যে কোনো প্লাটফর্মে কোনো পোস্ট বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে কেবলমাত্র উক্ত পোস্ট বা পেইজের কোনো বিষয়ে কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন ‌।

২. যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা পেইজের কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি সম্পর্কে বা গঠনমুলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।

৩. উপরোক্ত বিষয়গুলো ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না। কমেন্টে সকল ধরনের অশালীন, বিজ্ঞাপনমূলক, গালি গালাজ বা আক্রমনাত্বক শব্দ বা বাক্য ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার বা অন্য কারো কোন বিষয়ে প্রশ্ন বা কোন কিছু জানার থাকলে সে বিষয়ে জানতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

ফিউচার ড্রীম আইটির নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে

১. আপনি ফিউচার ড্রীম আইটি প্লাটফর্মের ( ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল) যে কোনো অংশ ভিজিট করার মাধ্যমে এই প্লাটফর্মের সকল শর্ত, গোপনীয়তা নীতি ও সকল নীতিমালা সম্পর্কে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা সম্পর্কে একমত পোষণ না করেন তাহলে আপনি ফিউচার ড্রীম আইটির সকল সার্ভিস গ্রহণ করা থেকে বিরত থাকুন। ফিউচার ড্রীম আইটি তার সকল সার্ভিস বা সেবা প্রদানের ক্ষেত্রে ২৪/৭ সাপোর্টসহ ১০০% গ্যারান্টি দিয়ে থাকে। তাই ফিউচার ড্রীম আইটির সকল সার্ভিস সম্পর্কে জানতে সার্ভিস পেইজ ব্যবহার করুন। তাছাড়া আপনি যদি ফিউচার ড্রীম আইটি থেকে কোন সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হন বা আমাদের শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন। 

বিশেষ দ্রষ্টব্য

১. ফিউচার ড্রীম আইটিতে যদি কেউ কোন নিয়ম ভঙ্গ করেন বা কোন ধরনের অপরাধ মূলক কাজ করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ফিউচার ড্রীম আইটির সকল ভিজিটরদের বা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিউচার ড্রীম আইটির অ্যাডমিনের নেওয়া যে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।

২. ফিউচার ড্রীম আইটির কোনো সার্ভিস বা সেবা নেওয়ার পর উপরোক্ত কোনো নীতিমালা ভঙ্গ করলে বা কোনো ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করলে এবং তা ফিউচার ড্রীম আইটির দৃষ্টি গোচর হলে ফিউচার ড্রীম আইটি কোনো রকম নোটিশ ছাড়াই সেই সার্ভিস বা সেবা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। একই সঙ্গে জরিমানাও করতে পারে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। সার্ভিস বা সেবা গ্রহণকারী কোনো রকম নীতিমালা ভঙ্গ করলে তার সার্ভিস বা সেবা বাতিলসহ সার্ভিস বা সেবার ক্রয়মূল্য অফেরতযোগ্য। 

৩. ফিউচার ড্রীম আইটি সময়ের প্রয়োজনে বা কোনো নির্দিষ্ট কারণে ফিউচার ড্রীম আইটির সমস্ত নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখে।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url